বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুর অফিস : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। গতকাল রাত আড়াইটার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের টিএন্ডটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আবু রায়হান (২৫) ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।
ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল হোসেন জানান, রাতে পৌর শহরের টিএন্ডটি মোড়ে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মো. আবু রায়হান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান চৌধুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।