Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হলি আর্টিজান হামলা মামলা পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৫ জুন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০১৯, ১২:০৬ এএম

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলায় চার পুলিশ সদস্যর সাক্ষ্যগ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ জুন দিন ধার্য করেন।
স্বাক্ষ্য দেওয়া পুলিশ সদস্যরা হলেনÑ সাহেদ মিয়া (এডিসি), আবু তাহের আব্দুল্লাহ (এডিসি), অঞ্জন সরকার (কনস্টেবল), বাদশা (কনস্টেবল)। সংশ্লিষ্ট আদালত সূত্রে এসব বিষয় জানা গেছে। সূত্র জানায়, শুনানিকালে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ সাক্ষীদের জেরা করেন। মামলাটিতে এ পর্যন্ত ৫৪ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।
এর আগে গত বছরের ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। চার্জশিটভুক্ত আসামিরা হলেনÑ আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, হাদিসুর রহমান সাগর, মিজানুর রহমান ওরফে বড় মিজান, রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ। এদের মধ্যে পলাতক আসামি মামুনুর রশিদ। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। বাকি ৭ আসামি কারাগারে আছে। ঘটনাস্থলে মামলার ৫ আসামি নিহত হয়। এছাড়া বিভিন্ন ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে ৮ আসামি নিহত হয়।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এসময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ