প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আনকাট সেন্সর ছাড়পত্র পেল অরুণ চৌধুরী পরিচালিত সিনেমা মায়াবতী। আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন প্রযোজিত এই চলচ্চিত্রটি সেন্সর পাবার পর প্রতিক্রিয়ায় পরিচালক অরুণ চৌধুরী বলেন, সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যরা চলচ্চিত্রটি দেখে মুগ্ধ হয়েছেন। এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি চলচ্চিত্রটির সাথে জড়িত প্রত্যেক সদস্যকেও আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। খুব শিগগিরই সিনেমাটি মুক্তি দেয়া হবে। চলচ্চিত্রটিতে তিশা-ইয়াশ রোহান ছাড়াও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, ওয়াহিদা মল্লিক জলি, আব্দুল্লাহ রানা, অরুণা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুন প্রমুখ। সিনেমাটির পটভ‚মি স¤পর্কে অরুণ চৌধুরী বলেন, মায়া নামের এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে পাচারের ফাঁদে পড়ে বিক্রি হয়ে যায়। তার ঠাঁই হয় দৌলতদিয়ার রেড লাইট এরিয়ায়। এখানে মায়াকে ধীরে ধীরে গড়ে তুলতে থাকেন সংগীত গুরু খোদা বক্স। ওদিকে মায়ার গানের প্রেমে পড়ে পাড়ার পাশে গৃহস্থবাড়ির পড়াশোনা করা ব্যারিস্টার পুত্র। একটা সময় মায়া ভয়ংকর খুনের ঘটনাতেও জড়িয়ে পড়ে। চলচ্চিত্রটি ইতিমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।