Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দনিয়া সাংস্কৃতিক জোটের সেমিনার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ১২:০৬ এএম

দনিয়া সাংস্কৃতিক জোট আগামী ২১ জুন সকাল ১০ টায় দনিয়া স্টুডিও থিয়েটার হলে ‘আধুনিক বাংলা নাট্যে নিজস্বতার খোঁজ’ বিষয়ক এক সেমিনার আয়োজন করতে যাচ্ছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের কলকাতা থেকে আগত অভীক ভট্টাচার্য। তিনি ভাবনা থিয়েটার ম্যাগাজিন-এর সম্পাদক। সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন লেখক, গবেষক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড.আফসার আহমেদ। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নাট্যকার, নির্দেশক ও বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, নির্দেশক, অভিনেতা ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি মন্ডলীর সদস্য অনন্ত হিরা, নাট্য গবেষক ও সমালোচক আবু সাইদ তুলু। ঢাকা মহানগরের বিভিন্ন নাটকের দলের দলপ্রধান সহ দনিয়া সাংস্কৃতিক জোটের সংগঠন সমূহের সদস্যগন উপস্থিত থাকবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ