Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসায়ীদের ধন্যবাদ জানালেন বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৯, ৯:০০ পিএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রমজানে বাজারে ভোগ্যপণ্যের দাম স্বাভাবিক রাখায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়েছেন। সচিবালয়ে ব্যবসায়ীদের ডেকে বর্তমান বাজার পরিস্থিতি নিয়েও সার্বিক আলোচনা করেন তিনি।

মঙ্গলবার (১৮ জুন) সচিবালয়ের মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে বসেন মন্ত্রী। এ সময় বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, এফবিসিসিআই সহ-সভাপতি সাবেক বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ডিসিসিআই সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, এবার তো রোজার মাস ভালো গেছে। সাধারণ মানুষের সমস্যা হয়নি। কেবিনেট মিটিংয়েও উনি বলেছেন, রোজার মাসে বাজার ভালো ছিল। ভোগ্যপণ্যের দামও সহনীয় পর্যায়ে ছিল। প্রধানমন্ত্রী এভাবে তার অভিমত ব্যক্ত করেন। আমি এটা আপনাদের জানালাম।

টিপু মুনশি বলেন, আমি আপনাদের ডেকেছি, আপনারা আজ সবাই এসেছেন। বড় ব্যবসায়ীদের সঙ্গে আমার মাঝে মাঝে বসার কথা হয়েছে। আপনারাও আপনাদের সমস্যা জানিয়েছেন, আমিও আপনাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করেছি।

‘রমজান মাস পবিত্র, এ মাসকে আপনারা সিনসিয়ারলি ও রিলিজিয়াসলি নিয়েছেন। এটা ভালো। ইটস ভেরি গুড।’

বাণিজ্যমন্ত্রী বলেন, আমি তিন মাস পরপর আপনাদের সঙ্গে বসে কথা বলতে চাই। কোথায় কোথায় সমস্যা হচ্ছে এবং কী কী সমস্যা আপনারা ফেইস করছেন- সেটা আমরা দেখব। সেসব বিষয়ে আপনাদের সঙ্গে থেকেই সমাধানের চেষ্টা করব।

‘আমরা কাজ করতে চাই, সাধারণ মানুষের কষ্টটা যাতে কম হয়। মানুষ যাতে ভালো থাকে। এক্ষেত্রে ব্যবসায়ী ভাইদের আগে এগিয়ে আসতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যবসা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ