Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ঝালকাঠিতে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ৪:৩০ পিএম | আপডেট : ৪:৩১ পিএম, ১৭ জুন, ২০১৯

ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলমগীর খান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মো. তোফায়েল হাসান আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলমগীর খানের সহযোগী সোহেল তাজকে খালাস দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) ৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ গ্রামে অভিযান চালায়। আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের পাশে হেরোইন বিক্রির সময় র‌্যাব আলমগীর খানকে গ্রেপ্তার করে। তার দেহ তল্লাশী করে ৩৬ গ্রাম হেরোইন উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব ৮ এর ডিএডি মো. ইসলাম উদ্দিন বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। থানার পরিদর্শক (তদন্ত) এবিএম কামরুজ্জামান তদন্ত শেষে ওই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ছয়জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন। দÐপ্রাপ্ত আলমগীর খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশীপপুর গ্রামের ইউসুফ আলী খানের ছেলে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত কৌঁসুলি এম আলম খান কামাল এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মঞ্জুর হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ