Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নড়াইলে ৩টি বাল্যবিয়ে বন্ধ, জরিমানা

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : লোহাগড়া উপজেলার ইতনা ও ডিগ্রিরচরে তিনটি বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাল্যবিয়ে দেয়ার অপরাধে তিন কন্যার বাবাকে জরিমানা করা হয়। আজ শুক্রবার দুপুরে বিয়ের আসরে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বাল্যবিয়ে বন্ধ করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে লোহাগড়া ইতনা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মিতা খানম এবং স্বরসতী একাডেমীর সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাজিয়া খানম ও একই বিদ্যালয়ের দশম শ্রেণির অর্চনা খানমের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা বিয়ের আসরে উপস্থিত হয়ে তিনটি বিয়ে বন্ধ করেন। বাল্যবিয়ের আয়োজন করায় মিতার বাবা ইতনা চরপাড়ার ওহাব মীরকে তিন হাজার টাকা, রাজিয়ার বাবা ডিগ্রিরচর গ্রামের জিয়াউর চৌধুরীকে দুই হাজার টাকা এবং অর্চনার বাবা জাফর সিকদারকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। এদিকে, উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন অভিভাবকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ