পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
এনসিসি ব্যাংক লিমিটেড সফলভাবে ইউএস ডলার নিকাশের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি হংকংভিত্তিক আইসিআইসিআই ব্যাংক থেকে ‘বেস্ট পারফর্মিং ব্যাংক’ পুরস্কার অর্জন করেছে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আইসিআইসিআই ব্যাংকের আঞ্চলিক প্রধান (ইউরোপ ও বাংলাদেশ) স্্রুতি সানু সিং এর কাছ থেকে এ পুরস্কারটি গ্রহণ করেন। এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান ও এ জেড এম সালেহ এবং আইসিআইসিআই ব্যাংকের ট্রেড ফাইন্যান্স এন্ড পেমেন্টস প্রধান ভাইজু কনামকান্ডু এবং বাংলাদেশ প্রতিনিধি আবদুল্লাহ ইউসুফ খান এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক এনসিসি ব্যাংক ১০৪টি শাখার মাধ্যমে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। স্বয়ংস্ক্রিয় সুইফট-এর মাধ্যমে বৈদেশিক লেনদেন এর ক্ষেত্রে ইতোমধ্যে এনসিসি ব্যাংক আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক সুনাম অর্জন করেছে। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।