Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৮

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কুমিল্লা জেলা সংবাদদাতা : কুমিল্লা জেলার দেবীদ্বারে স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য রাজী ফখরুল মুন্সির (আ.লীগ পন্থী) নেতাকর্মীদের হামলায় আওয়ামী লীগের আট নেতাকর্মী আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১২টার দিকে দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী বাগুড় এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন মাহমুদ গ্রুপের আটজন আহত হন। আহতরা হলেন- উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মিজানুর রহমান (৫২), উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর রহমান বাবুল, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সদস্য পারভেজ। বাকীদের পরিচয় জানা যায়নি। দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি কামাল জানান, সকালে তারা চান্দিনা মহিলা কলেজে উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি সভায় যাচ্ছিলেন। পথে বাগুড় এলাকায় এমপি রাজী ফখরুল মুন্সির নেতাকর্মীরা তাদের সম্মেলনে যেতে বাধা দেন ও মারধর করেন। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আওয়ামী লীগের দু'গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় বেশকিছু লোক আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ