Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ হানিফ সংকেতের ঈদের নাটকের পুনঃপ্রচার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৯, ১২:০৯ এএম

দর্শকদের অনুরোধে ঈদ উপলক্ষে এটিএন বাংলায় প্রচারিত বরেণ্য নির্মাতা হানিফ সংকেতের ঈদের নাটক ‘ভুল ভাঙ্গাতে ভুল করা’ পুনঃপ্রচার করা হবে আজ রাত ৯ টায়। প্রশংসিত এই নাটকের গল্পে দেখা যায়-পরিবারের কর্তা ব্যক্তি চলতে ফিরতে কোথাও কোন অসঙ্গতি বা সমস্যা দেখলেই তিনি উত্তেজিত হন এবং নানাভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কিন্তু পরিবারের সদস্যরা তার এইসব কর্মকান্ডে অত্যন্ত বিরক্ত। মা-বাবা-চাচা-পুত্র-পুত্রবধুসহ পরিবারের সদস্যদের সাথে প্রায়শই তার এই ভুল করা আর ভুল ধরা নিয়ে ঘটতে থাকে নানান ঘটনা। নাটকে ছিল সুন্দর গল্পের গাঁথুনি, চমৎকার সংলাপ, মানবিক ও সামাজিক বক্তব্য। যা মানুষকে উদ্দীপ্ত করে, সচেতন করে। আর এখানেই হানিফ সংকেতের মুন্সিয়ানা। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, সাঈদ বাবু, কে এস ফিরোজ, মাসুদ আলী খান, শেলী আহসান, আব্দুল আজিজ, শামীম, নজরুল ইসলাম, বাহার, সুর্বনা মজুমদারসহ আরো অনেকে। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন কমল। ঢাকাস্থ ফাগুন অডিও ভিশনের নিজস্ব শ্যুটিং স্পটে এ নাটকটি ধারণ করা হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত।



 

Show all comments
  • MD. MASUD RANA ১৫ জুন, ২০১৯, ২:৫৬ পিএম says : 0
    শক্তিমান নির্মাতার পাশাপাশি অভিনেতাগণ ও শক্তিমান আশাকরি ভালই হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ