Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে কেটি পেরি-টেইলর সুইফ্ট বিরোধের অবসান!

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৯, ১২:০৯ এএম

তারা গানের মাধ্যমেই তাদের বিরোধের কথা প্রকাশ করেছিলেন। দুটি গানই জনপ্রিয় হয়েছিল, তাতে কেটি পেরি আর টেইলর সুইফ্টের ভক্তদের কাছে আলোচনার বিষয় ছিল তাদের বিবাদ। অবশেষে এই বিরোধের অবসান ঘটেছে। সবার ধারণা এই দুই সফল গায়িকা একসঙ্গে একটি গান রেকর্ড করার প্রক্রিয়ায় আছেন। পেরি আর সুইফ্ট এক সময় খুব ঘনিষ্ঠ ছিলেন কিন্তু সুইফ্টের কথিত সাবেক প্রেমিক জন মেয়ারের সঙ্গে পেরির মেলামেশার পর থেকে তাদের বিবাদের সূত্রপাত হয়। এরপর তাদের এক অভিন্ন ব্যাকআপ ডান্সারকে নিয়ে বিরোধ আরও বাড়ে এই নৃত্যশিল্পী পেরির ট্যুরের সময়ই সুইফ্টের ট্যুর দলে যোগ দেন আর পরে পেরির দলে ফিরে আসেন। বিরোধকে ভিত্তি করে টেইলর সুইফ্ট রেকর্ড করেন ‘ব্যাড ব্লাড’ এবং কোটি পেরি রেকর্ড করেন ‘সুইশ সুইশ’। সুইফ্ট গানে পেরির নাম সরাসরি উল্লেখ করেননি, তবে রোলিং স্টোনে দেয়া সাক্ষাতকারে যে কথা বলেন তাতে তা যে পেরি তা স্পষ্ট হয়েছে। পেরি স¤প্রতি ইনস্টাগ্রামে এক প্লেট কুকি আর তার ওপর আইসিংয়ে ‘পিস অ্যাট লাস্ট’ লেখা ছবি প্রকাশ করে ক্যাপশনে সুইফ্টকে উদ্দেশ্য করে লিখেছেন : “চল বন্ধু হয়ে যাই”।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ