রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মানিকগঞ্জের সাটুরিয়া থেকে চুরি হওয়া সিএনজি অটোরিকশা গাজিপুর থেকে উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার বেরাইদের চালা থেকে চুরি হওয়া সিএনজি (গাজীপুর থ ১১ ৪৩৬০) উদ্ধার ও আসামিদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, পিরোজপুর জেলার বাহার হুসেন ওরফে কাজল মোল্লা (৫৮), গাজিপুরের আবুবকর (৪০) ও মোকারম (২৩)।
সাটুরিয়া থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবুল কালাম জানান, গত ২৬ মে উপজেলার বড় কুড়িকাহনিয়া গ্রামের সাহাজ উদ্দিনের সিএনজি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় সাটুরিয়া থানার মামলা দায়েরের পর অনুসন্ধান করে ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজিপুর থেকে চুরি হওয়া সিএনজি উদ্ধার ও আসামিদের আটক করি। আটক হওয়া সকলেই আন্তজেলা সিএনজি চোর চক্রের সদস্য। তারা সাটুরিয়া ও আশপাশের এলাকা থেকে সিএনজি অটোরিকশা চুরি করে তা ফেরত দেবার নামে মালিকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। আটককৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ চক্রের মূলহোতাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।