Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাম বাড়বে, দাম কমবে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৯, ১২:৩২ এএম

দাম বাড়বে
জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় অর্থমন্ত্রী কিছু পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করেন। অর্থমন্ত্রী বলেন, অত্যাবশ্যকীয় নয় এমন পণ্যের ব্যবহার কমাতে ও দেশীয় শিল্পের সুরক্ষায় সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় এসব পণ্যের দাম বাড়বে।

দেশীয় শিল্প রক্ষায় যে সকল পণ্যের আমদানি শুল্ক-কর বাড়ানো হয়েছে, সেগুলো হলো- যাত্রাবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স ও স্কুলবাস ব্যাতীত অন্যান্য গাড়ির রেজিস্ট্রেশন, রুট পারমিট, ফিটনেস সনদ, মালিকানা সনদ ইত্যাদি গ্রহণ ও নবায়নকালে পরিশোধিত ফি এর ওপর ১০ শতাংশ সসম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। যে কারণে এসব পণ্যের দাম বাড়বে। একই সঙ্গে চার্টার্ড বিমান ও হেলিকপ্টারের ওপর ২৫ শতাংশ কর আরোপ করা হয়েছে।

এদিকে মোবাইল ফোনের সিম/রিম কার্ডের ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া এবারের বাজেটে সিগারেটের নিম্নস্তরের ১০ শলাকার এক প্যাকেটের দাম ৩৭ টাকা ও সম্পূরক শুল্ক ৫৫ শতাংশ, মধ্যম স্তরের ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের দাম ৬৩ টাকা ও সম্পূরক শুল্ক ৬৫ শতাংশ একইসাথে উচ্চস্তরের ১০ শলাকার দাম ৯৩ টাকা ও ১২৩ টাকা এবং সম্পূরক শুল্ক ৬৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে হাতে তৈরি ফিল্টারবিহীন বিড়ি ২৫ শলাকার প্যাকেট ১৪ টাকা করার প্রস্তাব করা হয়েছে একই সঙ্গে তার উপর ৩৫ শতাংশ সম্পূরক শুল্ক এবং ফিল্টার সংযুক্ত বিডির ২০ শলাকার প্যাকেট ১৭ টাকা ও সম্পূরক শুল্ক ৪০ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে। এবারের বাজেটে প্রতি ১০ গ্রাম জর্দার দাম ৩০ টাকা ও ৫০ শতাংশ সম্পূরক শুল্ক এবং ১০ গ্রাম গুলের দাম ১৫ টাকা ও ৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এছাড়া আইসক্রিমের ওপর ৫ শতাংশ কর আরোপ করা হয়েছে।

এদিকে অপটিক্যাল ফাইবার কেবল, আমদানিকৃত মোটরসাইকেল, এয়ারকন্ডিশনার, মোবাইল ফোন, আমদানিকৃত গুড়ো দুধ ও চিনি, আমদানিকৃত মধু ও ওলিভ ওয়েল দাম বাড়ছে।


দাম কমবে
২০১৯-২০ অর্থবছরের বাজেটে দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় বেশকিছু খাতের ওপর শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে রাইস ব্র্যান অয়েল, ফিচার ফোন, দেশে উৎপাদিত রেফ্রিজারেটরসহ বেশকিছু পণ্যের দাম কমবে। গতকাল জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। বাজেট বক্তৃতায় লিফট, স্থানীয় লিফট, রেফ্রিজারেটর, কমপ্রেশার, এয়ারকন্ডিশনার, মোটর, মোল্ড ও জুতা শিল্পের সুরক্ষায় আমদানি পর্যায়ে শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে এসব শিল্প খাত থেকে উৎপাদিত পণ্যের দাম কমবে।

রাইস ব্র্যান অয়েল মিলের প্রধান কাঁচামাল ধানের কুঁড়া বা রাইসের সহজলভ্যতা নিশ্চিত করতে এর ওপর বিদ্যমান রফতানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশের প্রস্তাব করা হয়েছে। ফলে কুঁড়া রফতানির প্রবণতা কমবে, দেশীয় রাইস ব্র্যান মিলগুলোতে কুঁড়ার সরবরাহ নিশ্চিত হবে। এতে রাইস ব্র্যান তেলের উৎপাদন বাড়বে।

দেশীয় শিল্পের স্বার্থে পরিবেশবান্ধব ইট রফতানিকে উৎসাহিত করতেও রফতানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে। পাশপাশি হোটেল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানকেও অগ্নি নির্বাপক যন্ত্র আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেটে সেলুলার ফোন উৎপাদনে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে আমদানি পর্যায়ে স্মার্টফোন ও ফিচার ফোনে ১০ শতাংশ শুল্ক রয়েছে। এর মধ্যে ফিচার ফোন নিম্ন আয়ের মানুষ বেশি ব্যবহার করে বলে এসব ফোনের আমদানি শুল্কে একই হার বহাল রাখা হয়েছে। তবে স্মার্টফোন উচ্চ আয়ের মানুষ বেশি ব্যবহার করে বলে স্মার্টফোনের আমদানি শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে। এতে স্মার্টফোনের দাম বাড়বে।

এদিকে, সোনার চোরাচালান রোধে বাণিজ্যিকভাবে সোনা আমদানি করলে প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ককর ৩ হাজার টাকা থেকে কমিয়ে ২ হাজার টাকা করা হয়েছে। এই সুবিধা পাওয়ায় সামনে সোনার দাম কমবে। পাশাপাশি ক্যানসার প্রতিরোধক ওষুধ উৎপাদনে ব্যবহুত কাঁচামালে কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে। এতে কমবে এসব ওষুধের দাম।

এছাড়া বাজেটে পাউরুটি ও বনরুটি সহ হাতে তৈরি বিস্কুট ও কেকের উপর প্রতি কেজি ১৫০ টাকা মূল্যমান পর্যন্ত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে কৃষি যন্ত্রপাতি ও স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি যন্ত্রপাতির উপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এবারের বাজেটে নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত ব্যবসায়িক শো-রুমের উপরও ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

বাজেটে বাংলাদেশ হাইটেক পার্কে বিনিয়োগের ক্ষেত্রে যোগানদার ও বিদ্যুৎ বিতরণকারী সেবার উপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস, যোগানদার ও বিদ্যুৎ বিতরণকারী সেবার উপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

এবারে পাবলিক প্রাইভেট পার্টনারশীপ এর অধীনে নিমাণ সংস্থা, উপদেষ্টা সংস্থা ও পরিদর্শন ফার্ম, যোগানদার ও আইনী পরামর্শক সেবার উপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে রুপপূর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ফ্রেইট ফরোয়ার্ডার্স, ক্লিায়ারিং ও ফরোয়ার্ডিং সংস্থা, বীমা কোম্পানী, যোগানদার ও ব্যাংকিং সেবার উপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাম

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩
১৯ জানুয়ারি, ২০২৩
১৪ জানুয়ারি, ২০২৩
১০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ