পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় অর্থনীতিবিদ প্রফেসর ড. মাহবুব উল্লাহ ইনকিলাবকে বলেন, বাজেটে ব্যয়ের পরিমাণ রাখা হয়েছে কম বরং তা ঋণ নির্ভর। অধিক হারে ঋণের কারণে জাতীর উপর বোঝা বাড়ছে। সরকার পর্যাপ্ত রাজস্ব আদায় করতে পারছে না তাই অধিক পরিমাণে ঋণ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জিডিপি অনুপাতে রাজস্ব আদায়ের পরিমাণ সবচেয়ে কম। যদি দুর্নীতি প্রতিরোধ করা যায়, সৃষ্টিশীল উদ্যোগ নেয়া হয় তাহলে রাজস্ব আদায় করা সম্ভব। রাষ্ট্রীয় ব্যাংক থেকে যদি সরকার ৩০ শতাংশ ঋণ নেয় তাহলে প্রাইভেট সেক্টর ঋণ পাবে কোথায়। বিরাট আকার দেখানো হলেও বাজেট বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করে এ অর্থনীতিবিদ বলেন, বিগত বছরের অভিজ্ঞতা হলো সরকার বাজেটের লক্ষ্য বাস্তবায়ন করতে পারে না। বছরের শেষে দেখা যায় বাজেট সংশোধন করতে হয়। আবার বাজেটে আছে স্বচ্চতার প্রশ্ন, এদেশের মানুষ জানে না কোন প্রকল্পে কেন, কত টাকা নির্ধারণ করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।