বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ধামরাই(ঢাকা) উপজেলা সংবাদদাতা : মানিকগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও ঢাকা জেলা প্রশাসকের নির্দেশনায় ঢাকার ধামরাইয়ের ইকুরিয়া এলাকায় প্রায় আড়াই কিলোমিটার গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন ও পাইপ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার শামীম রহমান এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় তিতাস গ্যাস কোম্পানির লোকসহ ৫০ জনের একটি টিম অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে অংশ নেয়। তবে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে জানা যায়, ধামরাই উপজেলার একুরিয়া ও তেতুলিয়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পাঁচ শতাধিক পরিবার গ্যাস ব্যবহার করে আসছিল।
বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকা ও গনমাধ্যমে প্রকাশ হলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নজরে আসে। এরপর বিভিন্ন সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্মকর্তারা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এসে বার বার এলাকাবাসীর প্রতিরোধ ও প্রভাবশালীদের কারণে বিচ্ছিন্ন না করে ফিরে যায়।
গতকাল দুপুরে ঢাকা জেলা প্রশাসকের নির্দেশনায় ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ডাক্তার শামিম রহমান উপজেলার ইকুরিয়া ও তেতুলিয়া গ্রামের এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। এ সময় যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। উল্লেখ্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা জানায়, অভিযান কালে ধামরাইর ইকুরিয়া ও তেতুলিয়া গ্রামে আড়াই কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় এলাকায় মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে লাইনের গ্যাস বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়।
অবৈধ গ্যাস ব্যবহারকারীরা প্রতিবাদ করে বলেন, আমরা বৈধ ভেবেই টাকা দিয়ে গ্যাস সংযোগ নিয়েছি, গ্যাস অফিসের একশ্রেণীর অসাধু লোকজনের দ্বারা প্রতারিত হয়েছি, অবৈধ সংযোগের সাথে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর লোকজন জড়িত আছে।
এসময় তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ম্যানেজার রতন চন্দ্রদে সহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।