বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আওয়ামী লীগ কৌশলী দল তারা ইভিএমের যৌক্তিকতা প্রমাণের জন্যই ভোট ফেয়ার করবে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বগুড়া জেলা বিএনপির আহŸায়ক ও বিএনপির প্রার্থী জিএম সিরাজ এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাটা অতীব জরুরী। এটা কেবল প্রশাসনের দৃঢ় ও নিরপেক্ষ অবস্থান থাকলেই সম্ভব।
তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় বিচ্ছিন্ন ঘটনায় স্থানে স্থানে ধানের শীষের পোস্টার ছেড়া হচ্ছে যা দুঃখজনক।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই আসন বেগম খালেদা জিয়ার আসন। জিয়া পরিবারের আসন। তাই এই আসনের ভার অনেক বেশি বলে আমার কাছে মনে হয়। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে তাকে মনোনীত করায় তিনি কৃতজ্ঞ বোধ করছেন দলের হাই কমান্ডের ওপর। সংবাদ সম্মেলনে তিনি তারেক রহমানকে বগুড়ার উন্নয়নের রোল মডেল উল্লেখ করে বলেন, তারেক রহমানের প্রতি বগুড়া বাসির শ্রদ্ধা ও ভালবাসার প্রতিফলন ঘটবে এই নির্বাচনে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।