বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা আজ মঙ্গলবার দুপুরে ওই কারাদণ্ডাদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১ জুলাই মা রহিমা বেগমকে নিয়ে পঞ্চগড় থেকে বাড়ি ফিরছিলেন ছেলে শহিদুল ইসলাম। পথে মাকে হত্যা করে সুন্দরগঞ্জের সিংড়িয়া বিলে পাটের জাগের নিচে রেখে ছেলে শহিদুল ইসলাম পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ছোট ছেলে মুকুল মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ শহিদুলকে গ্রেপ্তার করলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি জানান, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ আসামি শহিদুলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও অর্থ দণ্ডে দণ্ডিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।