Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মুন্সীগঞ্জে বাসচাপায় প্রবাসীর স্ত্রী নিহত, ওসি লাঞ্ছিত

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : ঢাকা-মাওয়া-লৌহজং মহাসড়কের অটোরিকশা আরোহী রিয়া বেগম (৩০) নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই উত্তেজিত জনতা টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে লৌহজং থানার ওসি মোল্লা জাকির হোসেন জনতাকে মহাসড়ক থেকে সরাতে চলা (কাঠ) দিয়ে জনতাকে তাড়া করেন। এতে জনতা উত্তেজিত হয়ে ওসিকে লাঞ্ছিত করে। এ সময় ওসি মটর সাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মা সেতু পুনর্বাসন কেন্দ্রর কাছে এ ঘটনা ঘটে। নিহত রিয়া বেগম কুমারভোগ গ্রামের কুয়েত প্রবাসী আব্দুর রাজ্জাকের স্ত্রী। একঘন্টা পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রিয়া বেগম একটি অটোরিকশা করে পদ্মা সেতু পুনর্বাসন কেন্দ্রে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। এ সময় পুনর্বাসন কেন্দ্রের কাছে রাস্তায় ঢাকাগামী টুঙ্গীপাড়া পরিবহনের একটি বাস পিছন থেকে অটো রিকশাটিকে চাপা দিলে রিক্সারোহী রিয়া বেগম ছিটকে বাসের নীচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। লৌহজং সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামসুজ্জামান জানান, মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ