Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে ক্লাস রুম থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের ক্লাস রুম থেকে সার্কিট লাগানো টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। সাথে সাথেই ছুটি দেয়া হয়েছে শিক্ষার্থীদের। পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে বোমা সদৃশ বস্তুটি।
তবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম খালেকুজ্জামান পিএসি জানান, উদ্ধারকৃত বস্তুটি বোমা নয়। আতঙ্ক সৃষ্টি’র জন্যই কে বা কারা ওই বোমা সদৃশ বস্তুটি ক্লাস রুমে রেখেছিলো। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্রাদার নির্মল ফ্রান্সিস গমেজ সিএসসি জানান, বেলা ১২টায় স্কুলের ২য় তলায় ৯ম শ্রেণি’র গণিত ক্লাস চলাকালীন সময় এক ছাত্র ব্রাঞ্চের ডোয়ারে ওই বস্তুটি দেখতে পেয়ে চিৎকার দিয়ে ওঠে বোমা বলে। কর্তব্যরত শিক্ষক বস্তুটি বের করে দেখে একটি সার্কিট লাগানো লম্বা পাইপে তামার তার পেঁচানো টাইম বোমা সদৃশ একটি বস্তু। সাথে সাথে ক্লাসের শিক্ষার্থীদের বের করে দিয়ে পুলিশকে খবর দেয়া হয়।
পুলিশ সাবধানে বস্তুটি উদ্ধার করে একটি পানির পাত্রে রাখে। পরে থানায় নিয়ে গিয়ে দেখে টাইম বোমা সদৃশ বস্তুটির পাইপের মধ্যে বালি আর চাউল ঢুকানো রয়েছে। আসলে ওইটি বোমা নয়, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে কেউ এটা করেছে।
তবে স্কুলের ক্লাসের মধ্যে ওই বস্তুটি কিভাবে গেলে তা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষার্থী ও অভিভাবকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ