বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জয়পুরহাট জেলা সংবাদদাতা : জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলার আবাদপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নন্দাহার খাল থেকে নিখোঁজের ৫ দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ওই ব্যক্তির নাম সুকুমার মহন্ত।
আজ মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।
সুকুমারের পরিবার ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে সুকুমার নিখোঁজ। আজ দুপুরে এক প্রতিবেশী খালের ধারে একটি লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সুকুমারের স্ত্রী সেখানে গিয়ে পরনের প্যান্ট ও গেঞ্জি দেখে লাশটি তাঁর স্বামীর বলে সনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। স্বপ্না দাবি করেন, তাঁর স্বামীর সঙ্গে কারও শত্রুতা ছিল না।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, অন্য কোনো স্থানে হত্যার পর লাশটি খালে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।