Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালিপাড়া গৃহবধূর উপর দেবর-ভাসুরের অমানুষিক নির্যাতনের অভিযোগ

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

কোটালিপাড়া উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালিপাড়ায় চাহিদামত যৌতুক না দেয়ায় এক গৃহবধূর উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে দেবর ভাসুর সহ পরিবারের অন্যান্য সদস্যরা। আজ মঙ্গলবার সকালে উপজেলার কান্দি ইউনিয়নের আমবাড়ী গ্রামে আহত গৃহবধূর স্বামীর বাড়ীতে এ নির্যাতনের ঘটনা ঘটে। আহত গৃহবধূ রিনা বাড়ৈ (৩০) স্থানীয় লোকজনের সহযোগিতায় কোটালিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোটালিপাড়া থানায় একটি অভিযোগ করা হয়েছে। হাসপাতালে আহত রিনা জানায়, বিগত ৩ বছর পূর্বে আমবাড়ী গ্রামের নির্মল বাড়ৈর ছেলে পঙ্কজ বাড়ৈর সাথে আমার বিয়ে হয়। বিয়েতে আমার পরিবার এবং মামারা মিলে স্বর্ণের আংটি, ঘড়ি , চেইন সহ ঘরের সমস্ত আসবাবপত্র দেওয়া হয়। তাদের সংসারে একটি বাচ্চা ছেলে রয়েছে। বিয়ের পর থেকে স্বামী পঙ্কজ কাজের তাগিদে দুরে থাকায় শ্বশুর বাড়ির পরিবারের লোকজন প্রতিনিয়ত যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে অযাচিত ঝগড়াঝাঁটি করে আসছিল এবং শ্বশুরের সহায় সম্পত্তি থেকে বঞ্চিত করার লক্ষে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য মারপিট করে। এর সূত্র ধরে গত দেড় মাস আগে বিষ খাইয়ে রিনাকে হত্যার চেষ্টা চালায় ঐ ঘটনায় প্রাণে বেঁচে গেলেও মঙ্গলবার সকালে স্বামীর বাড়ীতে ঝাড়– দিতে গেলে শ্বশুর নির্মল বাড়ৈ (৫৫) কাকা শ্বশুর দেবদাস বাড়ৈ (৫০) ভাসুর রিপন বাড়ৈ (৩৫) দেবর দুলাল বাড়ৈ (২৮) ননদ অর্চনা বৈরাগী (৩৮) মিলে রিনার উপর অমানুষিক নির্যাতন চালায় এবং তাকে খুন করার উদ্দেশ্য বটি দিয়ে কপালের উপরে কোপায় এতে সে মারাত্মক আহত হয়ে কোটালিপাড়ায় হাসপাতালে মহিলা ওয়ার্ডে এফ-৩ বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রিনার মামা হরেন্দ্র নাথ বাড়ৈ বলেন বিয়ের সময় স্বর্ণের জিনিষপত্র ও ঘরের আসবাবপত্র দেওয়া হয়েছে এর পর থেকে তারা আবারো যৌতুক দাবি করে। যৌতুকের দাবী মেটাতে ইতিমধ্যে একটি গরু দেওয়া হয়েছে কিন্তু তাদের চাহিদামত যৌতুক না দেওয়ায় অযাচিত ঝগড়াঝাঁটি করে রিনার উপর অমানুষিক নির্যাতন চালায় এবং তাকে খুন করার চেষ্টা করে। বারবার তাদের এই অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় এবার আমরা অভিযোগ করতে বাধ্য হয়েছি। কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ কামরুল ফারুক জানান, এখনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে আহতের স্বামী পঙ্কজ বাড়ৈর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ