Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

ভোলা জেলা সংবাদদাতা : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলার আট নৌরুটে ৬৫ ফুটের নিচে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিটিএ।
আজ মঙ্গলবার দুপুর থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী নিদেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে।
ভোলা আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী জামিলুর রহমান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়া বইতে পারে। এ কারণে সাগর উপকূল ও তৎসংলগ্ন নৌ বন্দরকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ভোলার বিআইডব্লিটিএ পরিদর্শক মো. নাছিম আলী জানান, ভোলার সব রুটের ৬৫ ফুটের নিচে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ভোলা-বরিশাল ও ভোলা-ঢাকা রুট চালু রয়েছে।
নিষেধাজ্ঞা জারিকৃত রুটগুলো হচ্ছে- ভেলুমিয়া-ধুলিয়া, নাজিরপুর-কালাইয়া, দৌলতখান-নোয়াখালী, কচ্ছপিয়া-ঢালচর, কচ্ছপিয়া-কুকরী-মুকরী, তজুমদ্দিন-চরজহির উদ্দিন, তজুমদ্দিন-মনপুরা ও মনপুরা-কলাতরী চর। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কোন কোন রুটে লঞ্চ চলাচল করছে বলে অভিযোগ পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ