বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠি জেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাসেল হোসেন (২৮) নামে প্রাণ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঝালকাঠির রাজাপুর-পিরোজপুরের বেকুটিয়া সড়কের সাতুরিয়া স্কুল এলাকার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল পিরোজপুর উপজেলার স্বরূপকাঠি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা বেল্লাল হোসেন জানান, প্রাণের পণ্য ভর্তি একটি কাভার্ড ভ্যান রাজাপুর থেকে বেকুটিয়া ফেরিঘাটের দিকে যাচ্ছিলো। পথে গাড়িটি সাতুরিয়া স্কুল এলাকার বেইলি ব্রিজে উঠলে ব্রিজের প্লেট ফাঁকা হয়ে গাড়ির চাকা আটকে যায়। এসময় গাড়িটি ব্রিজের রেলিং ধাক্কা লাগলে ছাদে থাকা রাসেল ছিটকে পড়ে মাথায় আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালক আমান উল্লাহ (২৫)আহত হন।
রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।