Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুদাম সংস্কার না করায় ব্যাহত হচ্ছে খাদ্যশস্য সংগ্রহ

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৯, ১১:৩৪ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৩ হাজার মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন ৬ টি খাদ্য গুদামের মধ্যে ২ টি গুদাম ব্যবহার অনুপযোগী হওয়ায় ব্যাহত হচ্ছে খাদ্যশস্য মজুদ ও সংগ্রহ কার্যক্রম। এ ব্যাপারে গত ১০ জুন উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিষয়টি অবহিত করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, বোয়ালমারী এলএসডির ধারণ ক্ষমতা ৩ হাজার মেট্রিকটন। কিন্তু পূর্বেই ৩নং ও ৪নং গুদাম অকেজো হওয়ায় বর্তমানে ৪টি গুদামের ধারণ ক্ষমতা ২ হাজার মেট্রিকটন। ইতিমধ্যে ২ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতা সম্পন্ন ৪টি গুদামে ২৭৬৮.৪৩১ মেট্রিকটন খাদ্যশস্য মজুদ রয়েছে। উপজেলায় খাদ্যশস্য বিতরণের উল্লেখযোগ্য কোন খাত না থাকায় ৮শ মেট্রিকটন বোরো সিদ্ধ চাল ও সদ্য সংগৃহিত ৪শ মেট্রিকটন দেশি গম চলাচলসূচির আওতায় অন্যত্রে প্রেরণ করা জরুরি হয়ে পড়েছে। তা না হলে চলমান খাদ্যশস্য সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তারিকুজ্জামান বলেন, মজুদকৃত খাদ্যশস্য অন্যত্রে সরিয়ে নেয়া না হলে অচিরেই বন্ধ হয়ে যেতে পারে খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম। বিষয়টি জানিয়ে আমরা ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, গুদামের ভবনগুলো অনেক পুরাতন হওয়ায় সামান্য বৃষ্টিতেই ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ে এবং ফ্লোর দিয়েও পানি ওঠে। এতে মজুদকৃত খাদ্যশস্য নষ্ঠ হতে পারে। জরাজীর্ণ ভবনগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ