Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় হেকমত আলী (৫৬) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় জরিনা বেগম নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এ দুর্ঘটনা ঘটে।
হেকমত আলী উপজেলার কেরাব এলাকার মৃত ছায়েদ আলীর ছেলে এবং আহত জরিনা বেগম পিতলগঞ্জ এলাকার ওমর দেওয়ানের স্ত্রী। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাঞ্চন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে হেকমত আলী অটোরিকশায় যাত্রী নিয়ে লোকাল সড়ক দিয়ে কাঞ্চন বাজার থেকে কেরাব যাচ্ছিলেন।
পথে চরপাড়া এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক পারাপারের সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-৮২১৫) অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক হেকমত আলীর মৃত্যু হয়।
এ সময় অটোরিকশা যাত্রী জরিনা বেগম গুরুতর আহত হয়। ট্রাকটি আটক করলেও চালক-হেল্পার পালিয়ে যায় বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ