Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে চার ইয়াবা ট্যাবলেট বিক্রেতা গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা ঃ | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৯, ১১:২৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চার ইয়াবা ট্যাবলেট বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার ডহরগাঁও, ইউসুফগঞ্জ, বাগবেড় ও কাজীরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ভোরে পুলিশ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ডহরগাঁও এলাকার আফাজ উদ্দিনের ছেলে জমসের আলীকে ৫০ পিছ, ইউসুফগঞ্জ এলাকার সাইদুর রহমানের ছেলে তারেক রহমানকে ৩০ পিছ, কাজীরবাগ বিড়লবাড়ি এলাকার আব্দুল আজিজের ছেলে মাসুম মিয়াকে ৫২ পিছ ও বাগবেড় এলাকার ফজলুল হকের ছেলে আলামিনকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় আলাদা ভাবে চারটি মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ