Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে অগ্নিকান্ডে ১০লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি

শেরপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৯, ১১:২৬ পিএম

শেরপুর শহরের সজবরখিলা মহল্লায় আজ ১১ জুন দুপুরে এক অগ্নিকান্ডে একটি বাসা পুরে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের সর্টসার্কিট থেকে অগ্নিকা্েডর সূত্রপাত হয়ে মুহুর্তেই পুরো বাসা আগুন ছড়িয়ে পড়ে। এতে বাসার সমস্ত মালামাল ও একটি কোম্পানীর বেশকিছু বইসহ প্রায় আট লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
শ্রীবরদীর রুপার পাড়ার রতন ডাক্তারের বাসাটি একটি বেসরকারী কোম্পানীর রিপ্রেজেনটেটিভ মাসুদ পারভেজকে ভাড়া দেয়। ভাড়াটিয়া বাসাটি তালাবদ্ধ করে বাইরে চলে যায়ার পর আগুন লাগে ওই বাসায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে বাসার সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পর ভাড়াটিয়া বাসায় এসে দেখে সবকিছু ভস্মিভূত। ভাড়াটিয়া মাসুদ পারভেজ জানান, তার আসবাবপত্র, বইসহ অন্তত ৫লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়া বাসাবাড়ির আরো অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ