পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গড়পাড়া গ্রামে হামলার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের দূর্ধর্ষ শহর ডাকাতের নেতৃত্বে রুবেল, আসাদুল, মুকুল, লেকবারসহ ১০-১২জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষ প্রতিবেশি ওয়াজেদ বিশ্বাসের (৬৫) ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে। এ সময় হামলাকারিদের বাঁধা দিতে গিয়ে ওয়াজেদ বিশ্বাসের ভাই খোঁয়াজ বিশ্বাস (৬০), পলাশ বিশ্বাস (৪৫) ও নিজাম বিশ্বাস (৩৫) সহ অন্তত ৫জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।