Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ১২:০৪ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গড়পাড়া গ্রামে হামলার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের দূর্ধর্ষ শহর ডাকাতের নেতৃত্বে রুবেল, আসাদুল, মুকুল, লেকবারসহ ১০-১২জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষ প্রতিবেশি ওয়াজেদ বিশ্বাসের (৬৫) ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে। এ সময় হামলাকারিদের বাঁধা দিতে গিয়ে ওয়াজেদ বিশ্বাসের ভাই খোঁয়াজ বিশ্বাস (৬০), পলাশ বিশ্বাস (৪৫) ও নিজাম বিশ্বাস (৩৫) সহ অন্তত ৫জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ