পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মহাখালীর সাততলা বস্তির নর্দমা পরিষ্কারের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। গতকাল মঙ্গলবার সংস্থাটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এক নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে নর্দমা পরিস্কারের এ কাজে নেমেছে ১৫ জন শ্রমিক।
ডিএনসিসি জানায়, বস্তি এলাকায় নর্দমা তৈরি এবং নির্মাণের নজির ছিলো না সিটি কর্পোরেশনের। সাততলা বস্তির বাসিন্দারা একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় নর্দমা তৈরি করেন। নর্দমা পরিস্কারের জন্য কোনো বরাদ্দ না থাকায় বর্জ্যে নর্দমা বন্ধ হয়ে গিয়ে মারাত্মক পানিবদ্ধতা সৃষ্টি করে। পানিবদ্ধতার কারণে ঠিক মতো ঈদ উদযাপন করতে পারেনি বস্তিবাসী। এ ছাড়া পয়োবর্জ্যরে দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়েন বস্তিটির অনেক বাসিন্দা। এ বিষয়ে পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি দৃষ্টিগোচর হয় ডিএনসিসি মেয়রের। দ্রæততম সময়ের মধ্যে সাততলা বস্তির নর্দমা পরিস্কার করে পানিবদ্ধতার কবল থেকে রক্ষা করতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে নির্দেশ দেন মেয়র। মেয়রের নির্দেশে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মোহাম্মদ মঞ্জুর হোসেন গতকাল মঙ্গলবার ১৫ জন শ্রমিক এবং একটি ট্রাক পাঠিয়েছেন সাততলা বস্তির নর্দমা পরিষ্কারের জন্য। সিটি কর্পোরেশনের এ উদ্যোগে বস্তিবাসীও খুশি। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, বস্তি এলাকার অস্বাস্থ্যকর পরিবেশ এবং অপরিষ্কার নর্দমার ব্যাপারটি আমাদের জানা ছিল না। গণমাধ্যমগুলো তথ্য দিয়ে আমাকে কাজ করতে উৎসাহিত করছে। যে কারণে সাততলা বস্তির নর্দমা পরিষ্কার কাজ শুরু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।