Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

রংপুরে জামায়াত কর্মীসহ গ্রেপ্তার ৭৩

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতা : রংপুর ও মিঠাপুকুর থানায় দায়ের নাশকতা ও পেট্রল বোমা হামলা মামলায় জামায়াতের ১ কর্মীসহ বিভিন্ন মামলার ৭৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা সবাই বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত আসামি।
রংপুরের মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ন করিব জানান, নাশকতা ও পেট্রল বোমা হামলার অভিযোগে মামলা থাকায় জামায়াতের ১ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলাহ আল ফারুক জানান, রংপুর জেলার ৮ থানা থেকে অভিযান চালিয়ে জামায়াতের ১ কর্মীসহ ৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট প্রদান করা হয়েছে। কিন্তু এসব আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ