রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নববধূ সুখী বেগমের লাশ স্বামী বাড়ি থেকে বাবার বাড়িতে ফেরত আসার দুই দিনের পরে বাড়ির পাশের খাল থেকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে গলাচিপার ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামে। গতকাল মঙ্গলবার দুপুরে সুখী বেগমের (১৯) বাবা জাকির হাওলাদারের বাড়ির পাশের একটি খাল থেকে এ লাশ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ। পুলিশের প্রাথমিক ধারনা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিন মাস আগে সুখি বেগমের সাথে ফুলখালী গ্রামের সামসু মোল্লার ছেলে ফিরোজ মোল্লার সাথে বিয়ে রেজিস্ট্রি হয়। গত শুক্রবার সুখী বেগমকে বাবার বাড়ি থেকে স্বামী ফিরোজ মোল্লার বাড়ি তুলে দেয়া হয়। নিয়ম অনুযায়ী শনিবার সুখী ফিরতি নাইয়োর হিসাবে স্বামী ফিরোজকে নিয়ে বাবার বাড়িতে আসে। ফিরোজ জানায়, শনিবার রাত আড়াইটার দিকে সুখী দাদির সাথে শোয়ার কথা বলে চলে যায়। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার খালে লাশ ভেসে উঠলে স্থানীয়রা গলাচিপা থানা পুলিশে খবর দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।