রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটুয়াখালীর লাউকাঠী খেয়াঘাট সংলগ্ন নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পাঁচ ইউনিয়নের শ’ শ’ মানুষ। গতকাল মঙ্গলবার দুপুরে লাউকাঠী খেয়াঘাটে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কাজী দিলিপ, মুক্তিযোদ্ধা আলতাফ হুসাইন, কাজী সামসুর রহমান ইকবাল।
বক্তারা বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মৌকরন বিএলপি কলেজসহ পাঁচটি ইউনিয়নে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারন মানুষ প্রতিদিন এই নদী পার হয়ে কাজে যোগদান করে। গত বছর সেতু নির্মাণের একটি উদ্যোগ গ্রহন করা হলেও অজ্ঞাত কারণে আবার তা বন্ধ হয়ে গেছে। তাই প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপির মাধ্যমে এই সেতু নির্মাণের দাবি জানান তারা। পরে একটি মিছিল শহরের প্রধান প্রধান প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।