Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

পূর্বাচলের প্লটে কানাডিয়ান ইউনিভার্সিটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৯, ১২:০৪ এএম

রাজউকের পূর্বাচল উপশহর প্রকল্পে সরকারি প্লটে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশকে দেয়ার ক্ষেত্রে নিয়ম ভেঙে দেয়া হয়েছে বলে মনে করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। উচ্চ আদালতের নির্দেশনা না মেনে শ্রেণি পরিবর্তন করে প্লটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়টিকে বরাদ্দ দেয়ার কারণও জানতে চেয়েছিল মন্ত্রণালয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সংস্থা রাজউক নিয়ম ভাঙার অভিযোগ অস্বীকার করেছে। কানাডিয়ান ইউনিভার্সিটি কর্তৃপক্ষের দাবি, তারা নিয়ম মেনে আবেদন করেই পূর্বাচলে জায়গাটি পেয়েছে। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) চেয়ারম্যান নাফিজ ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডেরও পরিচালক। কানাডিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রধান উপদেষ্টা সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ এ আরাফাত। সাবেক গভর্নর আতিউর রহমান রয়েছেন অনারারি উপদেষ্টা হিসেবে। ২০১৬ সালে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের যাত্রা শুরু হয়। বর্তমানে বনানীর ১১ নম্বর সড়কের ৯৯ নম্বর বাড়িতে শিক্ষাপ্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। ওয়েবসাইটে স্থায়ী ঠিকানা দেয়া আছে- পূর্বাচলের ৯ নম্বর সেক্টরের ৬০ নম্বর প্লট।
জানা গেছে, ২০১৮ সালের ২ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১৭১ কাঠার প্লটটি কানাডিয়ান ইউনিভার্সিটিকে বরাদ্দ দেয় রাজউক। পূর্বাচল নতুন শহর প্রকল্পের মূল অনুমোদিত নকশায় এ প্লটকে সেকেন্ডারি স্কুল হিসেবে দেখানো হয়েছে। ওই প্লটের শ্রেণি পরিবর্তনের জন্য গত বছরের ৪ ডিসেম্বর কানাডিয়ান ইউনিভার্সিটির চেয়ারম্যান নাফিজ সরাফাত রাজউকে আবেদন করেন। তার আবেদনের ২০ দিনের মধ্যে ২৪ ডিসেম্বর রাজউকের স্থাপত্য শাখা থেকে প্লটের শ্রেণি সেকেন্ডারি স্কুল পরিবর্তন করে কলেজ/বিশ্ববিদ্যালয় করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্তের প্রস্তাব রাজউকের বোর্ড সভায় উপস্থাপন করা হয়। তার দুই দিনের মধ্যে ওই বছরের ২৬ ডিসেম্বর রাজউকের বোর্ড সভায় ওই প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। পূর্বাচল নিয়ে হাই কোর্টের কয়েকটি নির্দেশনার মধ্যে বিষয়টি নজরে আসার পর গত ২৫ ফেব্রুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে রাজউকের চেয়ারম্যানকে এই প্লট বরাদ্দ নিয়ে একটি চিঠি পাঠানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব শ্যামলী নবীর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, রাজউকের বোর্ড সভার ১৭.৩ নং সিদ্ধান্ত মন্ত্রণালয়ের গোচরীভূত হয়েছে। পূর্বাচল মডেল টাউনের মাস্টার প্ল্যানে ৯ নম্বর সেক্টরে হাইস্কুলের জন্য নির্ধারিত প্রায় নয় বিঘার প্লটটি নিয়মবহির্ভূতভাবে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেয়া হয়েছে এবং প্লটটির শ্রেণির পরিবর্তন করা হয়েছে। পূর্বাচলের প্লটের শ্রেণি পরিবর্তন না করার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনার কথাও উল্লেখ করা হয় ওই চিঠিতে। এতে বলা হয়, রাজউকের চতুর্থ সংশোধনী পর্যন্ত এবং ৫ম সংশোধনীর প্রস্তাবিত আইকনিক টাওয়ার অংশটুকু মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশে বহাল রাখা হয়েছে। পঞ্চম সংশোধনীর আইকনিক টাওয়ার ছাড়া অবশিষ্ট অংশ এবং পরবর্তী পরিবর্তনসমূহ উল্লিখিত আদেশের প্রেক্ষিতে মহামান্য উচ্চ আদালত কর্তৃক গৃহীত হয়নি বিধায় বাতিলযোগ্য। মানবাধিকার ও পরিবেশবাদী সাতটি সংগঠনের দায়ের করা এক মামলায় ২০১৪ সালে হাইকোর্ট এক রায়ে পূর্বাচল প্রকল্পের জন্য রাজউকের চতুর্থ সংশোধনী লেআউট প্ল্যানের অনুমোদন দিয়েছিল। ওই রায়ের নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে নতুন প্লট সৃষ্টির জন্য গত নভেম্বরে পঞ্চম সংশোধনী প্ল্যান অনুমোদনের জন্য আদালতে আবেদন করেছিল রাজউক। কিন্তু গত ১৭ ডিসেম্বর হাইকোর্ট রাজউকের পঞ্চম সংশোধনী লেআউট প্ল্যানটি কার্যত বাতিল করে দেয়। আগের রায়ের পর এ পর্যন্ত পূর্বাচল নতুন শহর প্রকল্প নিয়ে রাজউক যতগুলো বোর্ড সভা করেছে তার সবগুলোর সিদ্ধান্তের অনুলিপি চান হাইকোর্ট। কানাডিয়ান ইউনিভার্সিটিকে দেয়া প্লটের শ্রেণি পরিবর্তন অনুমোদন করার ঘটনাটি হাইকোর্টের আদেশের পরই ঘটে। বর্তমানে কানাডিয়ান ইউনিভার্সিটির কার্যক্রম চলছে বনানীর একটি ভবনে বর্তমানে কানাডিয়ান ইউনিভার্সিটির কার্যক্রম চলছে বনানীর একটি ভবনে রাজউকের প্লটে এমন ভবন তোলার নকশা ওয়েবসাইটে প্রকাশ করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি রাজউকের প্লটে এমন ভবন তোলার নকশা ওয়েবসাইটে প্রকাশ করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি এটা কী জাতীয় ইস্যু? হাইকোর্টের নির্দেশনার পরও কিভাবে প্লটের শ্রেণি পরিবর্তন করা হলো- এ প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি রাজউকের কোনো কর্মকর্তার কাছ থেকে। প্লটের শ্রেণি পরিবর্তনের জন্য বোর্ড সভায় উপস্থাপনের জন্য দেয়া কর্মপত্রে সই আছে রাজউক সদস্য আবুল কালাম আজাদের। রাজউকের ২৬ ডিসেম্বরের ওই বোর্ড সভায় তৎকালীন চেয়ারম্যান আবদুর রহমান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সদস্য (এস্টেট ও ভূমি) আমজাদ হোসেন খান, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. সাঈদ নূর আলম, সদস্য (পরিকল্পনা) আবুল কালাম আজাদ, সদস্য (প্রশাসন ও অর্থ) মো. রোকন উদ দৌলা এবং সদস্য (উন্নয়ন) ইঞ্জিনিয়ার শামসুদ্দিন চৌধুরী। পূর্বাচলের এই প্লট শ্রেণি পরিবর্তন করে কানাডিয়ান ইউনিভার্সিটিকে বরাদ্দ দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে আবুল কালাম আজাদ পাল্টা প্রশ্ন বলেন, কানাডিয়ান ইউনিভার্সিটির বিষয়ে আপনার এত আগ্রহের কারণ কী? এটা কি কোনো জাতীয় ইস্যু? আরো তো অনেক বিষয় আছে নিউজ করার মতো।
রাজউকের সদ্য সাবেক চেয়ারম্যান আবদুর রহমানের সঙ্গে কয়েকবার যোগাযোগ করলে তিনিও কথা বলতে অপারগতা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ