প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলতে গেলে হলিউডের প্রথম সারির সব অভিনয়শিল্পীই কোনও না কোনোভাবে মারভেল বা ডিসি কমিক্সের সুপারহিরোভিত্তিক চলচ্চিত্রে সংশ্লিষ্ট হয়েছেন। এবার যুক্ত হতে যাচ্ছেন ‘স্পিড’, ‘দ্য মেট্রিক্স’ এবং ‘জন উইক’ চলচ্চিত্রগুলোর জন্য খ্যাত কিয়ানু রিভস। রিভস অভিনয় করবেন মারভেল স্টুডিওসের ‘দি ইটারনালস’-এ। আশা করা হচ্ছে আগামী কয়েকমাসের মধ্যে এর নির্মাণ শুরু হবে। রিভসের অভিনয়ে ‘জন উইক’ সিরিজের তৃতীয় ও সর্বশেষ পর্ব ‘জন উইক : চ্যাপ্টার থ্রি-প্যারাবেলাম’ ৯ মে মুক্তি পেয়ে এখন চার্টে ৭ নম্বরে অবস্থান করছে, ফিল্মটি এ পর্যন্ত ২৩২ মিলিয়ন ডলার আয় করেছে। এমসিইউ কসমিক জানিয়েছে কিয়ানু রিভসের সঙ্গে স্টুডিওর আলোচনা অব্যাহত আছে, তিনি অচিরেই চুক্তি স্বাক্ষর করতে পারেন। মারভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘দি ইটার্নালস’-এর কেন্দ্রীয় চরিত্র সারসি; অ্যাঞ্জেলিনা জোলি এই ভূমিকায় অভিনয় করবেন। এছাড়া অভিনয় করবেন রিচার্ড ম্যাডেন, মা দং-সিয়ক এবং কুমেল নানজিয়ানি। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য একজন এশীয় অভিনেতার সন্ধান করা হচ্ছে। ১৯৭৬ সালে ‘দি ইটারনালস’-এর কাহিনী প্রথম লিখেছিলেন জ্যাক কার্বি। এর পটভূমি কয়েক মিলিয়ন বছর আগে মহাবিশ্ব জীব সৃষ্টির সময়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।