রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের পাঁচই চাঁদপুর গ্রামে এক গৃহবধূকে মারপিটে করার কারনে ৫ মাসের মরা বাচ্চা প্রসব করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মধুখালী থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সাথে জড়িত লালন খানকে শনিবার রাতে গ্রেফতার করে রবিবার ফরিদপুর কোর্টে চালান দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে পাঁচই চাঁদপুর গ্রামের মুক্তার শেখের সাথে একই গ্রামের বিল্লাল খান গংদের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৩১ মে দুপুরে পূর্বের বিরোধের জের ধরে মুক্তার শেখের বাড়ির উপর এসে গালিগালাজ করার সময় মুক্তার শেখ নিষেধ করলে বিল্লাল খান , লালন খান, আলম খান, সাদ্দাম খান, জাহিদ খান গং উত্তেজিত হয়ে মুক্তার শেখকে কুপিয়ে জখম, ছোট ভাইয়ের স্ত্রী সাবানা বেগম(৩৫),ছেলের স্ত্রী আছমা(২৭) কে বেধরক মারপিট করে। আছমা বেগমকে মধুখালী হাসপাতালে নেওয়ার পথে পেটে থাকা ৫ মাসের মরা বাচ্চা প্রসব করে। মুক্তার শেখ, সাবানা ও আছমাকে মধুখালী হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাহেব আলী জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে লালন খান নামের এক আসামীকে গ্রেফতার করে রবিবার ফরিদপুর কোর্টে চালান দেওয়া হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।