Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর ডেমরায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৯, ১২:০৫ এএম

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় পানিতে ডুবে আসিফ হাসান প্রান্ত(১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করেন। মৃত প্রান্ত পটুয়াখালী সদর উপজেলার বুড়িয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে। বর্তমানে সে কোনাপাড়া শাহজালাল রোডের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতো। নিহত পরিবারের সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বন্ধুদের সঙ্গে আসিফ হাসান ডেমরা বাঁশেরপুল এলাকার ড্রেনের মতো দেখতে একটি খালের পানিতে গোসল করতে নামে। গোসল করার সময় হঠাৎ আসিফ পানিতে তলিয়ে যায়। বন্ধুরা চিৎকার করলে পরে তাকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। প্রান্তের বড় বোন সাইমা আক্তার বলেন, প্রান্ত তার একমাত্র ভাই। সে স্থানীয় আব্দুর মান্নান উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেণিতে পড়তো। সকালে বাসা থেকে বের হয়েছে। কোথায় যাবে তা আমাদের বলেনি। হাসপাতালে এসে শুনেছি গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ