Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে রিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেফতার

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৯, ১২:০৫ এএম

বরিশাল নগরীর আমানতগঞ্জে সরকারি হাঁস-মুরগীর খামারের জলাশয়ে রিকশাচালক আব্দুস সালামের লাশ উদ্ধারের ঘটনায় এজাহারভুক্ত আসামি মেহেদি খান রাব্বীকে (২৫) র‌্যাব-৮ গ্রেফতার করেছে। রাব্বী একই এলাকার টাউন স্কুল সড়কের বাসিন্দা শাহজাহান খানের ছেলে।

কাউনিয়া থানার ওসি তদন্ত গোলাম কবির সাংবাদিকদের জানিয়েছেন, গত শুক্রবার সকালে আমানতগঞ্জ এলাকায় নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পার্শ্ববর্তী পুকুরপাড় থেকে রিকশাচালক সালামের (৩৫) লাশ উদ্ধার করা হয়। রিকশাচালক সালাম পলাশপুরের বাসিন্দা ছিলেন।

এ ঘটনায় সালামের স্ত্রী লিপি বেগম বাদি হয়ে তিনজনের নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। মামলার এজাহারভুক্ত আসামি রাব্বীকে শনিবার রাতে র‌্যাব-৮ গ্রেফতার করে কাউনিয়া থানায় হস্তান্তর করেছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ