Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ কোরিয়া বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৯, ১২:০৬ এএম

বাংলাদেশ দূতাবাস, সিউলের উদ্যোগে ১১-১৩ জুন বাংলাদেশ চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়েছে। বাংলাদেশের সংস্কৃতির ঐতিহ্য ও বহুমাত্রিকতা তুলে ধরার ক্ষেত্রে চলচ্চিত্র উৎসব অত্যন্ত কার্যকরী একটি মাধ্যম। বন্ধু প্রতীম দক্ষিণ কোরিয়ার জনগণের সাথে দ্বিপাক্ষিক স¤পর্ক আরো গভীর করার লক্ষ্যে চলমান সাংস্কৃতিক ক‚টনীতির অংশ হিসেবে সিউলস্থ বাংলাদেশ দূতাবাস ২য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। তিনদিন ব্যাপী এই উৎসবে বাংলাদেশের চারটি চলচ্চিত্র-দেবী, আঁখি ও তার বন্ধুরা, ইতি তোমারই ঢাকা এবং আন্ডার কনস্ট্রাকশন প্রদর্শন করা হবে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোরিয়া-বাংলাদেশ পার্লামেন্টারী ফ্রেন্ডশীপ এসোসিয়েশনের চেয়ারম্যান কিম কিসন, এম পি, এবং ইয়ংসান কাউন্টির মেয়র জনাব জাং-হিয়ুন সুং। এছাড়া, বাংলাদেশ থেকে বরেণ্য চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এই চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন । উদ্বোধনী দিনে দেবী এবং আঁখি ও তার বন্ধুরা প্রদর্শন করা হবে। কোরিয়ার দর্শকদের সুবিধার্থে চলচ্চিত্রগুলোতে কোরিয়ান কালচারাল এসোসিয়েশনের সহযোগিতায় কোরিয়ান ভাষায় সাবটাইটেল যুক্ত করা হয়েছে। বিপুলসংখ্যক কোরিয়ান সিনেমাপ্রেমীর পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরা এ উৎসব উপভোগ করবেন বলে আশা করা যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ