Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হার্ভি ওয়াইনস্টিন সীমা অতিক্রম করেছিলেন: ম্যাডোনা

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৯, ১২:০৬ এএম

গায়িকা ম্যাডোনা জানিয়েছেন ২০১৭’র অক্টোবর থেকে একাধিক নারী হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ আনার পর তাকে একঘরে করাতে তিনি সন্তুষ্ট। কুইন অফ পপ ম্যাডোনা সাবেক প্রযোজক ওয়াইনস্টিনের প্রতি ঘৃণা প্রকাশ করে জানিয়েছেন ১৯৯১ সালে তার ট্যুর ডকুমেন্টারি ‘ম্যাডোনা: ট্রুথ অর ডেয়ার’ তার সঙ্গে বেশ কয়েকবার অসদাচরণ করেছিলেন। তিনি বলেন, “তিনি অবিশ্বাস্য রকমের যৌন হয়রানিকারি এবং একসঙ্গে কাজ করার সময় আমার সঙ্গে অসঙ্গত আচরণ করেছিলেন। তিনি সেসময় বিবাহিত ছিলেন এবং আমি অবশ্যই তার প্রস্তাবে আগ্রহী ছিলাম না।” “এই পেশায় আছে এমন অনেক নারীর সঙ্গে তিনি এমন আচরণ করেছেন তা আমি অবগত ছিলাম। আর আমরা সবাই জানতাম তিনি খুব ক্ষমতাবান আর চলচ্চিত্র প্রযোজনায় তিনি ছিলেন দারুণ সফল আর সবাই তার সঙ্গে কাজ করতে আগ্রহী ছিল, তাই তার আচরণের সঙ্গে তাল মিলিয়ে চলতে হত। অবস্থাটা এমনই ছিল,” ম্যাডোনা আরও বলেন। “যখন এমনটা ঘটল, আমার মনে হল, ‘অবশেষে’; আমি আনন্দে আটখানা হইনি কারণ কারও মৃত্যু হলে আমি উৎফুল্ল হই না। এটি ভাল কর্মফল নয়। যে মানুষটি এত বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে আসছিল তার পতন আর তাকে জবাবদিহি করতে হয়েছে বলে ভালই হয়েছে,” তিনি বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ