Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বুড়িচংয়ে ঈদ পুনর্মিলনী ও বৃক্ষরোপণ কর্মসূচি

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৯, ১২:০৬ এএম

কুমিল্লার বুড়িচংয়ে এসোসিয়েশন ফর স্টুডেন্ট প্রোগ্রেস (এএসপি) এর উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতরের ৩য় দিনে ঈদ পূণর্মিলনী, শিক্ষামূলক কুইজ শো, র‌্যাফেল ড্র ও বৃক্ষরোপন কর্মসূচী বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন ও বিভিন্ন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাবেক আইন মন্ত্রী এড. আবদুল মতিন খসরু এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান, বুড়িচং থানায় পুনরায় যোগদানকৃত পূর্বের অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস। প্রধান বক্তা সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ, প্রজন্ম আলোচক হিসেবে ছিলেন ডিএলএম গ্রæপের চেয়ারম্যান এমএ মতিন এমবিএ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী পেশাজীবীলীগ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মফিজুল ইসলাম, আলোচক হিসেবে বক্তব্য রাখেন বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. মোশারফ হোসেন খান, কেন্দ্রিয় নেতা মোহাম্মদ আলী চৌধুরী মানিক, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি. বাছির খান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রযুক্তি নির্ভর আজকের এ বাংলাদেশে নতুন প্রজন্মের সকল ছাত্র/ছাত্রীদেরকে প্রযুক্তির ভালো দিকগুলো ব্যবহার করে জীবন গঠনের আহবান জানান। এসময় বিভিন্ন বিশ^বিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ