Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রোল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরে ট্রেন বিকল হয়ে বন্ধ হওয়ার দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে। ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের একটি বগির স্প্রিং ও পিন ভেঙ্গে গেলে আজ শুক্রবার সকাল সোয়া ৮টা থেকে ঢাকার সঙ্গে রাজশাহীসহ উত্তরাঞ্চল ও খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। মেরামতেরর পর বেলা সোয়া ১০টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শহীদুল ইসলাম জানান, সকাল সোয়া ৮টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশন ও মৌচাক স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছলে প্রথম শ্রেণির একটি বগির স্প্রিং ও পিন ভেঙ্গে যায়। “ওই অবস্থায় চালানো ঝুঁকিপূর্ণ হওয়ায় ট্রেনটি গাজীপুর সিটির মীরেরগাঁও এলাকায় থামানো হয়। এতে ঢাকা-রাজশাহী-খুলনা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।” জয়দেবপুর থেকে মেরামতকারী দল গিয়ে ভেঙ্গে যাওয়া পিন ও স্প্রিং জোড়া লাগানোর পর ট্রেনটি ঢাকার দিকে ছেড়ে যায় বলে জানান তিনি। শহীদুল ইসলাম জানান, এ সময়ের মধ্যে জয়দেবপুর জংশনে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস, টঙ্গী জংশনে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, মৌচাক স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, মির্জাপুর স্টেশনে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস, মহেরা স্টেশনে ঢাকাগামী চাঁপাই মেইল ট্রেন আটকা পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ