Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আরো ২ দিন সময় নিচ্ছেন বঙ্গবীর

ঐক্যফ্রন্ট ছাড়া না ছাড়ার আল্টিমেটাম

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৯, ১২:০৩ এএম

জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়ার সময়সীমা দুই দিন বাড়িয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এর আগে তিনি জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়ার যে আল্টিমেটাম দিয়েছিলেন গতকাল তার সময়সীমা শেষ হয়েছে। তবে বঙ্গবীর ঐক্যফ্র্রন্ট ছাড়া বা না ছাড়ার কোন ঘোষনা গতকাল দেন নি। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও দুই দিন সময় নিলেন তিনি।

দলীয় সূত্রমতে, গত ৯ মে জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়ার আলটিমেটাম দেওয়ার পর ড. কামাল হোসেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বঙ্গবীরকে ধৈর্য ধরার পরামর্শ দেন ড. কামাল হোসেন। পাশাপাশি শপথ ইস্যুতে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর মধ্যে তৈরি ক্ষোভ কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

ঐক্যফ্রন্ট সূত্রে জানা যায়, আগামী ১০ জুন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোকে নিয়ে আ স ম আবদুর রবের বাসায় বৈঠক করবেন ড. কামাল হোসেন। সেখানে গণফোরামের দুই জন এবং বিএনপির পাঁচ জন প্রার্থীর শপথ নেওয়ার বিষয়টি নিয়ে সবার সাথে খোলামেলা আলোচনা করবেন ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওই বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান দল বিএনপি এবং ড. কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরামের বক্তব্য শোনার পর ফ্রন্ট ছাড়া না ছাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এরপর আগামী ১১ অথবা ১২ জুন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দলীয় সিদ্ধান্ত জানিয়ে দেবেন।

এ বিষয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, আমরা জনগণের আশা-আকাঙক্ষার প্রতি শ্রদ্ধা রেখে জাতীয় ঐক্যফ্রন্টের সাত জন সংসদ সদস্যের শপথ নেওয়ার সঠিক ব্যাখ্যা জানতে চেয়েছিলাম। এরই মধ্যে ড. কামাল হোসেন আমাদের সঙ্গে মিটিং করেছেন। আগামী ১০ জুন আ স ম আবদুর রবের বাসায় ফ্রন্টের সবাইকে তিনি ডেকেছেন। ওই বৈঠক থেকে কি ব্যাখ্যা আসে সেটা আমরা দেখব। তারপর আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেবো।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় ঐক্যফ্রন্ট। তবে জোটের এই সিদ্ধান্ত অমান্য করে প্রথমে গণফোরামের দু’জন শপথ নিয়ে ফেলেন। তখন এই দু’জনের কড়া সমালোচনা করেন বিএনপি নেতারা। পরে নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে বিএনপির পাঁচ জনও শপথ নিয়ে সংসদে যোগ দেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৯ মে বঙ্গবীর কাদের সিদ্দিকী সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দেন, জাতীয় ঐক্যফ্রন্টে সাত জনের শপথ গ্রহণের সঠিক ব্যাখ্যা দিতে না পারলে ৮ জুন ফ্রন্ট ছেড়ে দেবে তার দল। সেদিনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনের পর জাতীয় ঐক্যফ্রন্টকে সঠিকভাবে পরিচালনা করা যায়নি। বিশেষ করে নির্বাচন প্রত্যাখ্যান করার পর কারও সঙ্গে আলোচনা না করেই ফ্রন্টের সাত জন বিজয়ী প্রার্থী শপথ নিয়েছেন। ঐক্যফ্রন্ট পরিচালনায় কেন এই দুর্বলতা? সময়োপযোগী সিদ্ধান্ত কেন নেওয়া যাচ্ছে না? এসব বিষয়ে মানুষের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। সেদিন বঙ্গবীর আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী একমাসের মধ্যে যে যে অসঙ্গতি আছে, তা সঠিকভাবে নিরসন না হলে ৮ জুন কৃষক শ্রমিক জনতা লীগ জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে।



 

Show all comments
  • Sujan Khan ৯ জুন, ২০১৯, ১:২৯ এএম says : 0
    It will good decision if they leave akyofront
    Total Reply(0) Reply
  • Nazrulislam Sohel ৯ জুন, ২০১৯, ১:৩০ এএম says : 0
    ঐক্যফ্রন্ট এইটা আবার কি । কোথায় পাওয়া যায় কেউ জানলে জানাবেন ।
    Total Reply(0) Reply
  • Mirza Mirza ৯ জুন, ২০১৯, ১:৩০ এএম says : 0
    কেন বুজিনা ঐক্যফ্রন্টে বি,এন,পির কিলাভ হলো।
    Total Reply(0) Reply
  • Bahar Ahmed ৯ জুন, ২০১৯, ১:৩০ এএম says : 0
    বিএনপিকে আবারও ধংস করে দিলো কামাল, বুঝতে পারলেন না বিএনপির কেন্দ্রীয় নেতারা হাহাহোহো
    Total Reply(0) Reply
  • Saifulreza Romel ৯ জুন, ২০১৯, ১:৩১ এএম says : 0
    বিএনপির ভুল কৌশলের কারণে বার বার মাশুল দিতে হচ্ছে ফখরুলের। হিংস্র রাজনীতির কারনে মির্জা ফখরুল সংসদেও যেতে পারে নাই।
    Total Reply(0) Reply
  • Md Nurul Amin ৯ জুন, ২০১৯, ১:৩২ এএম says : 0
    গণফোরামের নেতা ডঃ কামাল ঐক্যফ্রন্ট গঠন করে বিএনপিকে নির্মল করতে চেয়েছে এবং সেটা সে সফল হচ্ছে! মির্জা ফখরুল নেতাকর্মীদের সাথে ক্ষুব্দ আচরণ এবং রাজনৈতিক ভুলের কারণেই 20 দলীয় জোট ভেঙ্গে বিভক্ত হয়ে যাচ্ছে! মির্জা ফখরুল ইসলামের ব্যতিক্রমী আচরণেই নেতাকর্মীরা ক্ষুব্ধ! ঐক্যফ্রন্ট অত্যন্ত সুকৌশলে বিএনপিতে প্রবেশ করে বিএনপিকে ধ্বংস করে দিচ্ছে! এটি এখনো বিএনপি বুঝতে পারছে না ঐক্যফ্রন্ট বিএনপি'র জন্য একটি বিষাক্ত সাপ!
    Total Reply(0) Reply
  • Shipon Miah ৯ জুন, ২০১৯, ১:৩২ এএম says : 0
    দেরিতে হলেও Good decision
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ