Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলে-মেয়ের সামনে লাশ হলেন মা

রাজধানীর মাতুয়াইল এলাকায় সড়ক দুর্ঘটনা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর মাতুয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে মহাসড়কের টোটাল সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হালিমা বেগম (৬০)। তার বাড়ি মুন্সীগঞ্জে। তিনি সিলেট থেকে ছেলে ও মেয়ের সঙ্গে ঢাকা হয়ে বাড়ি ফিরছিলেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ছেলে হাবিবুর রহমান জানান, তাদের বাড়ী মুন্সিগঞ্জ সদর উপজেলার মুরমা গ্রামে। মা›কে নিয়ে সিলেট ভাগ্নীর বাড়িতে গিয়েছিলাম, ভাগ্নীর সন্তান হয়েছে, তাকে আনতে। সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন তারা। গতকাল ভোর ৫টার দিকে বাস থেকে সাইনবোর্ড এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে নামেন তারা। সে সময় একটি বাস এসে মা›কে ধাক্কা দেয়, তিনি ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। ঘটনার সময় পাশেই পুলিশের গাড়ি ছিল, তাদের জানানোর সাথে সাথে পুলিশ ঐ বাসটিকে জব্দ করেন ও চালককে আটক করেন। তার বাবার নাম আজগর আলী। তিন মেয়ে ও এক ছেলের জননী ছিলেন।

যাত্রাবাড়ী থানার এসআই জহিরুল ইসলাম বলেন, বৃদ্ধা ও তার পরিবারের সদস্যদের বাস থেকে সাইনবোর্ড এলাকায় নামার কথা ছিল। কিন্তু বাসের মধ্যে ঘুমিয়ে পড়ায় নামতে পারেনি। পরে তারা সিএনজি পাম্পের সামনে নামেন। সবাই নামার পর রাস্তা পার হওয়ার সময় রংপুর থেকে কুমিল্লাগামী উল্লাস পরিবহনের একটি বাস হালিমা বেগমকে ধাক্কা দেয়। সন্তানদের সামনেই ধাক্কা খেয়ে তিনি ছিটকে পড়েন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ঘটনার পরপরই জনগণের সহায়তায় বাসটি আটক করা হয়েছে। পাশাপাশি ঘাতক বাসের চালককেও গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ