বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লন্ডনে আগামী ১৫ জুলাই অনুষ্ঠিতব্য জমিয়তের শতবার্ষিকী সম্মেলন সর্বাত্মক সফল করতে গত বৃহস্পতিবার মারকাজুল উলুম লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের জরুরি দায়িত্বশীল বৈঠক ও শায়খুল হাদীস আল্লামা শিহাব উদ্দীন রহ. স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ তামীম আহমদের পরিচালনায় দায়িত্বশীল বৈঠকে জমিয়ত নেতৃবৃন্দ বলেছেন, মুসলিম উম্মাহর বৃহত্তম সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম তার গৌরবোজ্জল শত বছর পূর্ণ করতে যাচ্ছে। শতাব্দীর গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার বহনকারী এ ঐতিহাসিক সংগঠনের শতবছর পূর্তি উপলক্ষে সময়ের সবচে’ বড় দাবি হলো বিশ্বজনীন এ শ্রেষ্ঠ কাফেলার র্কীতিগাঁথা বিশ্বময় ছড়িয়ে দেয়া। যাতে উম্মাহ তার হারানো গৌরব পুনরুদ্ধারে সঠিক রোডম্যাপের সন্ধান লাভে সক্ষম হয়। জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে আগামী ১৫ জুলাই লন্ডনের রয়েল রিজেন্সী হল এ “শতবার্ষিকী জমিয়ত সম্মেলন” করতে যাচ্ছে।
এ ঐতিহাসিক প্রোগ্রামে বিভিন্ন দেশ থেকে আগত বিশ্ব জমিয়ত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। এতে প্রধান অতিথি থাকবেন জমিয়তে উলামা হিন্দের প্রেসিডেন্ট বিশ্ববরেণ্য আলেম আল্লামা সৈয়দ আরশাদ মাদানী।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান দেবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান, জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল স্বনামধন্য ইসলামী স্কলার মাওলানা মাহমুদ মাদানী, জমিয়তে উলামা সাউৎ আফ্রিকার সেক্রেটারি জেনারেল বরেণ্য ইসলামী স্কলার মুফতি ইব্রাহিম বাম।
ইউকে জমিয়ত নেতৃবৃন্দ আগামী ১৫ জুলাই অনুষ্ঠিতব্য “শতবার্ষিকী জমিয়ত সম্মেলন” সর্বাত্মক সফল করার জন্য সকলের প্রতি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখার উদাত্ত আহŸান জানান।
দায়িত্বশীল বৈঠকে উপস্তিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি মাওলানা আব্দুল মজিদ, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশনাথী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহকারী ট্রেজারার মুফতি মুতাহির সিদ্দীক,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উপদেষ্টা আলহাজ্ব খালিস মিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মোস্তাক আহমদ, যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, সহকারী প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা খালেদ আহমদ, হাফিজ সাদিকুল ইসলাম, আশিক আলী প্রমুখ।
সভায় হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথীকে আহŸায়ক ও সৈয়দ নাঈম আহমদকে সদস্য সচিব করে শতবার্ষিকী জমিয়ত সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। দায়িত্বশীল বৈঠকে মহান আল্লাহর দরবারে শায়খুল হাদীস আল্লামা শিহাব উদ্দীন রহ.-এর মাগফিরাত ও জান্নাতে উঁচু মাকামের জন্য দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা লুকমান হাকিম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।