Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্দুকযুদ্ধে ছিনতাইকারী গুলিবিদ্ধ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৯, ১২:০৩ এএম

নগরীর খুলশী থানাধীন পশ্চিম খুলশী এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। এ সময় ওই ছিনতাইকারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে পশ্চিম খুলশী জালালাবাদ নীলাচল হাউজিং সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে। গ্রেফতার তিন ছিনতাইকারী হলো- মো. রুবেল (২২), মো. জাহিদ (১৮) ও শান্ত (১৭)। এদের মধ্যে রুবেল পুলিশের সাথে বন্দুকযুদ্ধে পায়ে গুলিবিদ্ধ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি ছুরি উদ্ধার করেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

খুলশী থানা পুলিশ জানায়, নীলাচল হাউজিং সংলগ্ন পাহাড়ে ছিনতাইকারীদের গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে তারা। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে রুবেল নামে এক ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত ৩ জুন লালখান বাজার বাটালী পাহাড়ের নিচে গ্রæপ ফোরের নিরাপত্তাকর্মী সেন্টু দে ছিনতাইয়ের শিকার হন। পরে তিনি খুলশী থানায় মামলা দায়ের করেন। শুক্রবার ছিনতাইয়ের সঙ্গে জড়িত সালমান হোসেন (১৮) নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সালমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ