Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পর্যটকে মুখরিত বান্দরবান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৯, ১২:০৩ এএম

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভ‚মি বান্দরবানে পর্যটকদের উপচেপড়া ভিড়। ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখরিত জেলার অন্যতম পর্যটন স্পট নীলাচল, মেঘলা, স্বর্ণমন্দির ও নীলগিরি।
পাহাড়ে আধিপাত্য বিস্তারের দ্ব›েদ্ব অপহরণ-হত্যাসহ সন্ত্রাসী কর্মকাÐের প্রভাব পড়েছে পর্যটন শিল্পে, দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। পর্যটনের অফুরন্ত সম্ভাবনাময় প্রাকৃতিক সৌন্দর্যের জেলা বান্দরবানে শুক্র ও শনিবার আকর্ষণীয় পর্যটন স্পট নীলাচল, মেঘলা, স্বর্ণমন্দির, চিম্বুক, নীলগিরি, শৈলপ্রপাত, রিজুক ঝর্ণা, বগালেক ও ডিম পাহাড় চ‚ড়া সবখানেই ছিল পর্যটকদের ভিড়।
সাঙ্গু নদীতে নৌকা নিয়েও ঘুরে বেড়িয়েছেন পর্যটকেরা। কিন্তু অন্য বছরের তুলনায় পর্যটকের সংখ্যা ছিল অনেক কম। হোটেল ফোরস্টারের স্বত্তাধিকারী রিপন চৌধুরী ও পালকি গেস্টহাউজের ম্যানেজার মোহাম্মদ শাহীন বলেন, মুষ্টিমেয় কয়েকটা রিসোর্ট-হোটেল ছাড়া সবখানেই রুম ফাঁকা ছিল এবার। গত কয়েক বছর ঈদের অনেক আগেই হোটেলের সব রুম বুকড হয়ে যেতো। রমজান মাস জুড়ে ফাঁকা ছিলো। ঈদের ছুটিতেও পর্যটকের আগমন না ঘটায় ব্যবসায়ীকভাবে লোকসান গুণতে হচ্ছে তাদের। এ ক্ষতি পুষিয়ে নিতে অনেক সময় লাগবে।
আবাসিক হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সারা বছর আশায় থাকে ঈদে জমে উঠবে পর্যটন ব্যবসা। কিন্তু পাহাড়ে আধিপত্য বিস্তারের দ্ব›েদ্ব অপহরণ-হত্যাসহ সন্ত্রাসী কর্মকাÐের খবর গণমাধ্যমে প্রচার হওয়ায় বিরুপ প্রভাব পড়েছে পর্যটন শিল্পে। আতঙ্কে আশানুরুপ পর্যটকের আগমন ঘটেনি এবছর। এটি পর্যটন শিল্প এবং ব্যবসায়ীদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, সা¤প্রতিক সময়ে আধিপত্য বিস্তারের দ্ব›েদ্ব বান্দরবানে অপহরণ-হত্যার ঘটনা ঘটেছে। এগুলো পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কিছু নয়।
ঘটনাস্থলগুলোও পর্যটন এরিয়া থেকে অনেক দূরে। এ অঞ্চলে ভ্রমণপিপাসু পর্যটকদের নিরাপদ-আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশসহ প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পর্যটকদের ভ্রমণে কোথাও কোনো ধরণের ঝুঁকি নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ