Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

ঈদের বিশেষ ধারাবাহিক প্রেমের দুষ্টচক্র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৯, ১২:০৪ এএম

এটিএন বাংলায় প্রচার হচ্ছে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক প্রেমের দুষ্টচক্র। এটি প্রচার হয় রাত ৯.৩০ মিনিটে। শফিকুর রহমান শান্তনু’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নিলয় আলমগীর, প্রাণ রায়, অহনা, তাসনুভা তিশা, ফারহানা মিলি, আমিরুল ইসলাম চৌধুরী, মুকুল, সিরাজ, কাজী উজ্জ্বল প্রমুখ। গল্পের তিন নায়ক তিন রকমভাবে প্রেমের দুষ্ট চক্রে আবদ্ধ। তারা তিন বন্ধু। প্রথম বন্ধু শফিক, ত্রিশোর্ধ ব্যাচেলর যুবক। তার একমাত্র শখ বাস, ট্যাক্সিক্যাবের সিট কভার, পাবলিক টয়লেটের দেয়াল বা টাকার গায়ে লেখা মোবাইল ফোন নম্বর সংগ্রহ করা এবং সেসব নম্বরে ফোন করা। আরেক বন্ধু রনি বিবাহিত। কিন্তু তার স্ত্রী সুহি এক রাগী তরুণী। সুহি সবসময় রনিকে অকারণে সন্দেহ করে। সুহির সন্দেহ, অফিসে কোন মেয়ে কলিগের সাথে রনি পরকীয়া করছে। তৃতীয় বন্ধু রাজু প্লেবয় স্বভাবের। একইসাথে ঠগবাজ। একের পর এক মেয়ের সাথে প্রেম করছে। আবার ছেড়ে দিচ্ছে। রাজুকে একদিন তার অফিসের বস একটা দায়িত্ব দেয়। বসের মেয়ে সুজানার সাথে প্রেমের অভিনয় করতে হবে রাজুকে। সুজানা তার দুই বান্ধবী নিয়ে এক রিসোর্টে গেছে ছুটি কাটাতে। রাজু ছোটে সেখানে। সঙ্গে নেয় তার দু বন্ধু শফিক ও রনিকে। সেখানে সুজানা ও বান্ধবীদের সাথে শফিক, রাজু ও রনির নানা ঘটনা জমে ওঠে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ