Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবচেয়ে বিত্তশালী নারী সঙ্গীতশিল্পী রিয়ানা

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৯, ১২:০৪ এএম

ফর্বস সাময়িকী গায়িকা রিয়ানাকে বিশ্বের সবচেয়ে বিত্তশালী সঙ্গীতশিল্পীর স্বীকৃতি দিয়েছে। সাময়িকীর হিসাবে তার ৬০০ মিলিয়ন ডলার (৫০৭ কোটি টাকা) সম্পদের উৎস ফেন্টি সৌন্দর্য পণ্য। এর ফলে সম্পদের দিক থেকে রিয়ানা ম্যাডোনা ও বিয়ন্সেকে ছাড়িয়ে গেলেন। এর আগে বিয়ন্সে ছিলেন তালিকার শীর্ষে। তবে গত কয়েক বছরে রিয়ানা নতুন কোনও অ্যালবাম প্রকাশ করেননি; তার শেষ অ্যালবাম ‘অ্যান্টি’ প্রকাশিত হয়েছে ২০১৬তে। সঙ্গীতে না হলেও ৩১ বছর বয়সী এই তারকা তার ব্র্যান্ডের সৌন্দর্য পণ্য, অন্তর্বাস এবং পোশাকের প্রচারে বেশি মনোযোগী। বার্বাডোসে জন্মগ্রহণকারী রবিন ‘রিয়ানা’ ফেন্টি ২০১৭’র সেপ্টেম্বরে তার ফেন্টি ব্র্যান্ড অবমুক্ত করেন। প্রথম সপ্তাহেই বিক্রি ছিল ১০০ মিলিয়ন ডলার। ফর্বসের হিসাবে গত বছর এই ব্র্যান্ড ৫৭০ মিলিয়ন ডলার আয় করেছে। বিশেষজ্ঞদের মতে রিয়ানা বিজ্ঞতার সঙ্গে তার অর্থ বিনিয়োগ করেছেন। রিয়ানাই প্রথম নারী যার প্রতিষ্ঠানের পণ্য মোয়েত এনেসি লুই ভিত্তোঁ পরিবেশন করে থাকে। ফেন্টি পণ্য ব্যবহারকারীদের বয়স সীমা ১৬ থেকে ১৯।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ