রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের ঢাকিরকান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই সহোদর ভাই বোন সুমাইয়া (৮) ও জিসান (৪)। ঢাকা থেকে ঈদ উপলক্ষে বাড়িতে স্ব-পরিবারে বেড়াতে আসেন ঢাকিরকান্দা গ্রামের আব্দুর রহিম। বেড়াতে এসে নিজের বুকের মানিকদের হারালেন সে। বালিখাঁ ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল করিম দুদু জানান, সাতার না জানা আব্দুর রহিমের কন্যা সুমাইয়া (৮) ও ছেলে জিসান (৪) শুক্রবার দুপুরে পারিবারিক পুকুরে গোসল করতে যায়। বাড়ীর বয়োজেষ্ঠরা তাদের দিকে নজর না দেয়ায় পুকুরে খেলতে খেলতে পানিতে ডুবে মৃত্যুবরণ করে সহোদর দুই ভাই বোন।
ভাইবোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আদরের পুত্র-কন্যাকে হারিয়ে হতবিহ্বল বাবা মাসহ পরিবারের সবাই।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শুক্রবার বেলা ৩ টার সময় এসআই সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্বজনদের অনুরোধে তাদের কাছে লাশ হস্তান্তর করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।