Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের নামাজ পড়া হয়নি বিজিবি সদস্যদের

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদদাতা : | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৯, ১২:০৪ এএম

সারা দেশ যখন ঈদের আনন্দ বইছে, সেই সময় দিনাজপুরের বিরামপুর সীমান্তে দেখা যায় অনেক বিজিবির সদস্য এই আনন্দ থেকে বঞ্চিত। শুধু ঈদের আনন্দ নয়, দেশ রক্ষায় নিজ দায়িত্ব পালনে ঈদের নামাজ পড়তে পারেননি অনেক বিজিবি সদস্য।
দিনাজপুর জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর অন্যতম বিরামপুর উপজেলা। এই উপজেলার প্রায় ১৫ কিলোমিটার এলাকা সীমান্ত দিয়ে ঘেরা। এই ১৫ কিলোমিটারের মধ্যে বিজিবির ৬টি বিজিবি ক্যাম্প রয়েছে। সীমান্ত রক্ষায় সারাক্ষণ নজরদারি করতে হয় তাদের।
ভারত-বাংলা এই দুই দেশের ব্যবধান শুধু কাঁটা তারের বেড়া। এই কাঁটা তারের বেড়া বেয়ে সীমান্তে বেশ কিছু পয়েন্ট দিয়ে চোরাকরবারীরা মাদকসহ বিভিন্ন ভারতীয় মালামাল পাচারের জন্য সুযোগের অপেক্ষায় থাকে। সরেজমিনে ঈদের দিন বেলা সাড়ে ১০টায় বিরামপুর ঘাসুড়িয়া সীমান্তের দক্ষিণ দামোদরপুর ৫ নং পোস্ট এলাকায় গিয়ে দেখা হয় ঘাসুড়িয়া সীমান্ত ফাঁড়ির বিজিবির জোয়ান ল্যান্স নায়েব ফারুক হোসেনের সঙ্গে।
কথা বলার এক মুহূর্তে তিনি জানান, সকালে তার ডিউটি পড়ায় ঈদের নামাজ পড়তে পারেননি। পরিবার নিয়ে ঈদ করার ইচ্ছে থাকলেও দেশ রক্ষায় তা হয়ে ওঠেনি। তিনি আরো বলেন, আগে দেশরক্ষা, পরে আত্মরক্ষা। দেশ বাঁচলে পরিবার বাঁচবে।
কথা হয় ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহাজাহান আলীর সঙ্গে। তিনি বলেন, মন চায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে, কিন্তু করার কিছু নেই। চাকুরীর প্রয়োজনে কর্মক্ষেত্রে নিজেদের মধ্যে সাধ্যমতো আনন্দ করি। দেশ রক্ষা-ই পবিত্র দায়িত্ব বলে আমি মনে করি।
ভাইগড় কোম্পানি কমান্ডার নাছের উদ্দিন জানান, দেশরক্ষা ও সীমান্তের মানুষের সর্বাক্ষণিক নিরাপত্তা প্রদান করাই বড় আনন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ